Monday, May 28, 2018

মুক্তির কষ্টগুলো


আমি একজন মুক্তিযোদ্ধা, গায়ক এবং সংগীতশিল্পী; সঙ্গীত শিক্ষক আমি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ প্রজাতন্ত্রের ১৭ কোটি মানুষকে ভালোবাসি। সবসময় সততা এবং আন্তরিকতা সঙ্গে সত্য বলতে ভালোবাসি। ঘৃণা করি খুনিদের ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের যারা আমাদের নির্দোষ বেসামরিক, বুদ্ধিজীবী, দার্শনিক, মনোবৈজ্ঞানিক, অধ্যাপক, লেকচারার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, যুবক / যুবক/শিশু ও হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে।কেবল পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্যই করেনি বরং তারা মুক্তিযুদ্ধের সময় প্রায় ২ লক্ষ ৩০ হাজার মাবোনদের ধর্ষণের কৌশলগত পরিকল্পনা করেছিল- ১৯৭১ সালে এবং সফলও হয়েছিল। সেই ৭১ এর শূয়োরের বীজ এখনও বাংলাদেশে বেঁচে আছে এবং সর্বশক্তিমান আল্লাহ্র নামে ইসলামের নামে নির্দোষ নিরপরাধী সাধারণ নিরিহ মানুষদের হত্যা করছে। 
তারা দেশের নোংরা রাজনীতি করছে এবং পবিত্র কুরআন ও ইসলামের ব্যবহার ও বাংলাদেশের যুবক যুবতীদের মস্তিষ্কে পাকি বীজ পুষ করছে, ধোলাই করছে ওদের মগজ/মস্তিস্ক। ক্ষুন্ন করছে শান্তি ও পবিত্রতা। বাধাগ্রস্থ করছে জাতীয় উন্নয়নে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনি জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাক গং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ১৮ জন সদস্যসহ মধ্যরাতে নির্মম ভাবে হত্যা করে এদেশকে আবার পূর্ব পাকিস্তান করার হীন চক্রান্তে লিপ্ত হয়। বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়া সংসদে কালো আইন পাশ করে হত্যাকারীদের বিচার রোহিত করে যায়। যাতে খুনি ফারুক রশীদ শাহরিয়ার মোস্তাকদের বিচার না হয়। শুধু তাই নয় জিয়া ঐ সকল ৭৫ এর খুনিদের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছিল।    

No comments:

Post a Comment